বাংলাদেশের বীমা শিল্পের বর্তমান অবস্থা: সমস্যা ও সমাধান শীর্ষক বিআইএ'র গোলটেবিল বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বীমা শিল্পের বর্তমান অবস্থা: বিরাজমান সমস্যা ও সম্ভাব্য সমাধান শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করেছে বীমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ।

আজ মঙ্গলবার নয়াপল্টনে বিআইএ কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিআইএ'র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

প্রথমবারের মতো বিআইএ আয়োজিত এ গোলটেবিল বৈঠকে সহযোগিতা করছে বীমা ভিত্তিক দেশের একমাত্র অনলাইন নিউজ পোর্টাল ইন্স্যুরেন্স নিউজ বিডি ডটকম।

গোলটেবিল বৈঠকে বীমা নীতি বাস্তবায়নের সমস্যা ও সমাধানের কৌশল নির্ধারণ বিষয়ে বক্তব্য রাখবেন বিআইএ'র প্রথম ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ, বিআইএ'র ভাইস-প্রেসিডেন্ট একেএম মনিরুল হক, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ জালালুল আজিম, রুপালী ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা পিকে রায়, এফসিএ।

প্রাধিকার ভিত্তিতে বীমা আইন, ২০১০ এর আলোকে বিধি/প্রবিধান প্রণয়নের সমস্যা ও সমাধানের কৌশল নির্ধারণ বিষয়ে বক্তব্য রাখবেন আইডিআরএ'র সদস্য গকুল চাঁদ দাস, আইডিআরএ'র সদস্য বোরহান উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি'র চীফ ফ্যাকাল্টি সদস্য এসএম ইব্রাহিম হোসেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম'র প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।

নতুন বাজার সৃষ্টির সমস্যা ও সমাধানের উপায় বিষয়ে আলোচনা করবেন সাধারণ বীমা করপোরেশন'র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়েত উল ইসলাম, জীবন বীমা করপোরেশন'র চেয়ারম্যান ড. সেলিনা আফরোজা, বিআইএ'র প্রাক্তন চেয়ারম্যান এম শামসুল আলম, এসিআইআই (ইউকে),বিআইএ'র প্রাক্তন চেয়ারম্যান একেএম রফিকুল ইসলাম, এফসিএ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তৌহিদ সামাদ এবং বিআইএ'র প্রাক্তন চেয়ারম্যান নাসির এ চৌধুরী।

বর্তমান নিয়মানুযায়ী বিনিয়োগের সমস্যা ও নতুন কৌশল নির্ধারণ বিষয়ে আলোচনা রাখবেন জীবন বীমা করপোরেশন'র সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, একচ্যুয়ারি, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এর উপদেষ্টা এ কে আজিজুল হক চৌধুরী, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরামর্শক দাস দেব প্রসাদ, বিআইএ'র সেমিনার সাব-কমিটির আহবায়ক কাজী মোঃ মোরতুজা আলী,  ইন্স্যুরেন্সনিউজবিডি ডটকম এর এডিটর এন্ড পাবলিশার মো. মোস্তাফিজুর রহমান টুংকু এবং দৈনিক প্রথম আলো'র সিনিয়র রিপোর্টার ফখরুল ইসলাম হারুন।