বীমাখাতের সমস্যা ও সমাধান নিয়ে প্রথম গোলটেবিল

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমাখাতের বিদ্যামান সমস্যা চিহ্নিত করে তা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা তৈরী করতে এই প্রথম এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। ইন্স্যুরেন্সনিউজবিডি’র সহযোগীতায় 'বাংলাদেশের বীমা শিল্পের বর্তমান অবস্থা: বিরাজমান সমস্যা ও সম্ভাব্য সমাধান' শীর্ষক এ গোলটেবিল আয়োজন করে বীমাকারীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।

দেশের বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), অর্থ মন্ত্রণালয়, বীমাকারীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ), মূখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ), কোম্পানি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানগণ এবং এ খাতের বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন আইডিআরএ'র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর পল্টনে বিআইএ মিলনয়াতনে এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রাখেন বিআইএ’র প্রাক্তন চেয়ারম্যান নাসির এ চৌধুরী, জীবন বীমা করপোরেশনের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন একচ্যুয়ারি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরামর্শক দাস দেব প্রসাদ, বিআইএ’র সেমিনার সাব-কমিটির আহবায়ক কাজী মো. মোরতুজা আলী।

আলোচনায় অংশ নেন জীবন বীমা করপোরেশন'র চেয়ারম্যান ড. শেলিনা আফরোজা, সাধারণ বীমা করপোরেশন'র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়েত উল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে, আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস ও বোরহান উদ্দিন আহমেদ, বিআইএ'র প্রথম ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ, বিআইএ'র ভাইস-প্রেসিডেন্ট একেএম মনিরুল হক,  ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান, মেঘনা লাইফ কর্ণফুলি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তৌহিদ সামাদ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর মূখ্য নির্বাহি ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম'র  প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, রুপালী ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা পিকে রায় এফসিএ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির চীফ ফ্যাকাল্টি সদস্য এসএম ইব্রাহিম হোসেন এবং ইন্স্যুরেন্সনিউজবিডি'র এডিটর ও প্রকাশক মো. মোস্তাফিজুর রহমান টুংকু।