বাংলাদেশের গণমাধ্যমে বিআইএ'র গোলটেবিলের সংবাদ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) আয়োজিত ও বীমা ভিত্তিক দেশের একমাত্র অনলাইন পোর্টাল ইন্স্যুরেন্সনিউজবিডি'র সহযোগিতায় বীমাখাতের সমস্যা ও সমাধান বিষয়ক গোলটেবিল আলোচনাটি দৃষ্টি কেড়েছে দেশিয় গণমাধ্যমগুলোর।
প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন সংবাদ মাধ্যমগুলো বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ব্যাপকভাবে প্রচার করেছে গোলটেবিলে আলোচনার বিষয়বস্তু। আলোচনার বিভিন্ন বিষয়কে গণমাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরে। বেশ ক'দিন ধরে চলে গোলটেবিল আলোচনার সংবাদ প্রকাশ। পাঠকপ্রিয়তাও পেয়েছে এসব সংবাদ।
'বাংলাদেশের বীমা শিল্পের বর্তমান অবস্থা: বিরাজমান সমস্যা ও সম্ভাব্য সমাধান' শীর্ষক এ গোলটেবিল অনুষ্ঠিত হয় গত ২৭ ফেব্রুয়ারি। দেশের বীমাখাতের বিদ্যামান সমস্যা চিহ্নিত করে তা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা তৈরী করতে প্রথমবারের মতো গোলটেবিল বৈঠকটি আয়োজন করে বীমা কোম্পানির মালিকদের এ সংগঠন।
দেশের বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), অর্থ মন্ত্রণালয়, বীমাকারীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ), মূখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ), কোম্পানি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানগণ এবং এ খাতের বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন।
দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলো'তে "অর্থনীতির আকারের চেয়ে দেশে বিমা কোম্পানি বেশি" শিরোনামে গত ১ মার্চ সংবাদটি প্রকাশ করেছে। সংবাদে তুলে ধরা হয়েছে, বীমাখাতে আস্থার অভাব ও ভাবমূর্তির সংকট রয়েছে। রয়েছে কমিশনের নামে অনৈতিক চর্চা। এ চাড়া দেশে অর্থনীতির আকারের তুলনায় অনেক বেশি বীমা কোম্পানির লাইসেন্স দেয়া হয়েছে।
"বীমা খাতের উন্নয়নে অনৈতিক বাণিজ্য বন্ধের তাগিদ" শিরোনামে এ সংবাদ প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের অর্থনীতির আকার অনুসারে বীমা কোম্পানি বেশি। ফলে কোম্পানিগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতার কারণেই গ্রাহকের সঙ্গে প্রতারণা, দাবি পরিশোধ না করা এবং অনৈতিক কমিশন বাণিজ্য এ খাতকে বিশৃঙ্খল করে তুলেছে। মূলকথা হল- বীমা খাত নিয়মের মধ্যে চলছে না। কোনো কোনো ক্ষেত্রে তারা অত্যন্ত বেপরোয়া। আর এ অবস্থা থেকে উত্তরণে বীমা খাতে অনৈতিক বাণিজ্য বন্ধ করতে হবে।
"আইআরডিএআই টু ক্র্যাক ডাউন অন এক্সেসিভ কমিশনিং" শিরোনামে সংবাদ প্রকাশ করেছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার। সংবাদে বলা হয়েছে, ব্যবসা সংগ্রহের জন্য বীমা কোম্পানিগুলোর অতিরিক্ত কমিশন প্রদানের বিরুদ্ধে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ শৃঙ্খলামূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার উদ্বেগ হচ্ছে, এই চর্চা বীমাখাতে অসুস্থ্য প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে এবং খাতটির উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারে।
"বীমা খাতকে বাধাগ্রস্ত করছে কমিশন বাণিজ্য" শিরোনামে এ সংবাদ প্রকাশ করেছে ্একুশে টেলিভিশন। সংবাদে বলা হয়েছে, বীমাখাতের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে গ্রাহকের অনাস্থা আর কমিশন বাণিজ্য বলে মন্তব্য করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মো.শফিকুর রহমান পাটোয়ারি। কমিশন বাণিজ্যের কারণেই এ খাতে ইমেজ সংকট তৈরি হচ্ছে।
সমকাল পত্রিকায় "বীমা খাতের প্রধান সমস্যা ভাবমূর্তি সংকট" শিরোনামে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বীমাখাতের প্রধান সমস্যা ভাবমূর্তি সংকট। অনেকেই এখনও এ খাতকে আস্থায় নিতে পারেনি। এ অবস্থা থেকে উত্তরণে অনৈতিক ব্যবসা বন্ধ করতে হবে।
আরেকটি ইংরেজি সংবাদ মাধ্যমে নিউনেশন সংবাদটি প্রকাশ করেছে ট্রাস্ট অন এড্রেসিং লূপহোলস অব ইন্স্যুরেন্স পলিসি" শিরোনামে। সংবাদে বলা হয়েছে, দেশের অবহেলিত বীমাখাতের উন্নয়নে স্টেকহোল্ডারদের নিকট থেকে সকল ধরণের প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন গোলটেবিল আলোচনার বক্তারা।
"বীমা খাতে কমিশন বাণিজ্য বন্ধের আহ্বান" শিরোনামে এ সংবাদ প্রকাশ করেছে বণিক বার্তা। পত্রিকাটি বলছে, বীমাখাতে গ্রাহক আস্থা ও ইমেজের সংকট রয়েছে। সবাই মিলে অতিরিক্ত এজেন্ট কমিশনসহ বীমাখাতের সব অনৈতিক প্রতিযোগিতা বন্ধ করতে হবে বলে গোলটেবিল আলোচনার বক্তারা জানিয়েছেন।
জনকণ্ঠ পত্রিকা "কমিশন বাণিজ্য বিমা খাতের সবচেয়ে বড় সমস্যা" শিরোনামের সংবাদটিতে জানিয়েছে, বীমাখাতের বিকাশে কমিশন বাণিজ্য বড় সমস্যা বলে মনে করে এখাতের সংশ্লিষ্টরা। এ সমস্যার সমাধান করে গ্রাহকদের কাছে বীমার নতুন নতুন পণ্য তুলে ধরতে পারলে দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে বড় অবদান রাখা সম্ভব বলে মনে করেন তারা।
"বীমা খাতের অনৈতিক কার্যক্রম বন্ধের আহ্বান" শিরোনামে সংবাদ প্রকাশ করেছে জাগোনিউজ২৪.কম। সংবাদে বলা হয়েছে, উন্নয়নে ও গ্রাহকের আস্থা বাড়াতে বীমা খাতের অনৈতিক কার্যক্রম বন্ধের আহবান জানিয়েছেন বীমাখাতের সঙ্গে সংশ্লিষ্টরা।
"বিমা খাতের অনৈতিক প্রতিযোগীতা বন্ধ করতে হবে" শিরোনামের সংবাদে বাংলানিউজ জানিয়েছে, অতিরিক্ত এজেন্ট কমিশনসহ বিমা খাতের সব অনৈতিক প্রতিযোগিতা বন্ধের আহবান জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারি বলেছেন, বীমাখাতের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে গ্রাহকদের অনাস্থা ও কমিশন বাণিজ্য। কমিশন বাণিজ্যের কারণে এই খাতে তৈরি হচ্ছে ইমেজ সংকট।"বীমা খাতকে বাধাগ্রস্ত করছে কমিশন বাণিজ্য: আইডিআরএ চেয়ারম্যান" শিরোনামে বাংলাট্রিবিউন এ সংবাদ প্রকাশ করেছে।
"কমিশন বাণিজ্য বিমা খাতের সবচেয়ে বড় সমস্যা" শিরোনামে অর্থসূচক সংবাদটি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, বীমাখাতের বিকাশে কমিশন বাণিজ্য বড় সমস্যা বলে মনে করে এখাতের সংশ্লিষ্টরা। এ সমস্যার সমাধান করে গ্রাহকদের কাছে বীমার নতুন নতুন পণ্য তুলে ধরতে পারলে দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে বড় অবদান রাখা সম্ভব বলে মনে করেন তারা।
"বীমা খাতের উন্নয়নে অনৈতিক বাণিজ্য বন্ধ করতে হবে" শিরোনামে সংবাদটি প্রকাশ করেছে আমাদের সময় পত্রিকা। সংবাদে বলা হয়েছে, দেশের অর্থনীতির আকার অনুসারে বীমা কোম্পানি বেশি। ফলে কোম্পানিগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতার কারণেই গ্রাহকের সঙ্গে প্রতারণা, দাবি পরিশোধ না করা এবং অনৈতিক কমিশন বাণিজ্য এ খাতকে বিশৃঙ্খল করে তুলেছে। মূলকথা হলো, দেশের বীমা খাত নিয়মের মধ্যে চলছে না। কোনো ক্ষেত্রে তারা অত্যন্ত বেপরোয়া। আর এ অবস্থার উত্তরণে বীমা খাতে অনৈতিক বাণিজ্য বন্ধ করতে হবে।