বিনামূল্যে ১ লাখ টাকার বীমা সুবিধা পাবেন রিকশা চালকরা

নিজস্ব প্রতিবেদক: রিকশা চালকদের বিনামূল্যে ১ লাখ টাকার বীমা সুবিধা দেয়ার উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । ২৬ মার্চ রাজধানীর ধানমন্ডি থেকে এ কার্যক্রম শুরু হবে। এতে সহায়তা করবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স।

শুধু রিকশা চালকরা নয় নিজের নিরাপত্তার জন্য ৭৫ টাকা প্রিমিয়ামে এ বীমা করতে পারবেন যে কোনো ব্যক্তি। ৭৫ টাকা দিয়ে এক বছর মেয়াদী এ বীমা করলে ক্ষতিপূরণ বাবদ সর্বোচ্চ এক লাখ টাকা পাবেন গ্রাহক।

আজ রোববার আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, বীমা সেবা সম্পর্কে সব পেশার মানুষকে ধারণা দিতে আইডিআরএ'র নিজস্ব অর্থায়নে রিকশাচালকদের বীমার আনার উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, আইডিআরএ'র কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের টাকা দিয়ে রিকশাচালকদের এ বীমা করানো হবে। প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন এলাকার এক হাজার রিকশাচালকের জন্য বীমা করা হবে। এতে চালকদের কোনো টাকা বা প্রিমিয়াম পরিশোধ করতে হবে না।

এ বীমার আওতায় রিকশাচালক দুর্ঘটনায় চোখ, হাত, পা-সহ শরীরের কোনো অঙ্গের ক্ষতি কিংবা প্রাণহানী হলে গ্রাহক পাবেন সর্বোচ্চ এক লাখ টাকা।

এসময় আইডিআরএ চেয়ারম্যান বলেন, বীমাখাতের সাংবাদিকদের বীমা আইনসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণের উদ্যোগ নেবে আইডিআরএ। এ ছাড়াও প্রতি মাসে আইডিআরএ'র কার্যক্রম এবং এ খাতের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরার জন্য সাংবাদিকদের ব্রিফিং করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইডিআরএ কর্মকর্তা গোকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ, আইআরএফ সভাপতি গোলাম সামদানী, সাধারণ সম্পাদক গাজী আনোয়ারুল হক, সহ-সভাপতি গোলাম মওলা, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এম মাসুদ, অর্থ-সম্পাদক রহিম শেখ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুল ইসলাম, নয়াদিগন্তের বিশেষ প্রতিবেদক আশরাফুল ইসলাম, যুগান্তরের সিনিয়র রিপোর্টার মনির হোসেন, আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী প্রমুখ।