বীমাখাতে বাংলা ব্যবহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:বীমার পলিসি পত্র, বীমা দাবি সংক্রান্ত নথিপত্রসহ সকল ধরণের চিঠিপত্রে  বাংলা ব্যবহারের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এমনকি জরীপকারী প্রতিষ্ঠানকেও বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় প্রতিবেদন লিখতে হবে। একই সঙ্গে আগামীতে  সম্পাদিত সকল ধরনের চুক্তিপত্রে ইংরেজির পাশাপাশি বাংলায় সম্পাদিত করে তা আগামী ১৮ এপ্রিলের মধ্যে কর্তৃপক্ষকে অবগত করার  নির্দেশ দয়ো হয়েছে।  

তবে শুধূমাত্র বিদেশের সাথে যোগাযোগের জন্য ইংরেজি ব্যবহার করা যাবে।

১৮ মার্চ সোমবার আইডিআরএ’র পরিচাল(যুগ্ম সচিব ) ড. বশিরুলআলম  স্বাক্ষরিত এক সার্কুলারে এ নির্দেশ  দেয়া হয়।

সার্কুলারে জানানো হয়, বাংলাভাষা প্রচলন আইন ১৯৮৭ অনুযায়ী বিদেশে যোগাযোগ ব্যতীত সকল ক্ষেত্রে বাংলা ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে।   একই সাথে  এ বিষয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে।

বীমা সংক্রান্ত কাগজপত্রে বাংলা ভাষা ব্যবহার করার নির্দেশনার প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়, সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশনসহ লাইফ ও ননলাইফ বীমা কোম্পানির বীমা চুক্তিপত্র শুধু ইংরেজিতে হওয়ায়  সাধারণ গ্রাহকের পক্ষে পলিসি খোলা ও দাবি উত্থাপন নিয়ে সমস্যা হচ্ছে।  অন্যদিকে  কোম্পানিগুলো ইংরেজিতে চিঠি পত্র লেনদেন করা ও ইংরেজিতে জরীপ প্রতিবেদন দেয়া নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।  

নির্দশনায় আরো বলা হয়, করপোরেশন এবং লাইফ ও ননলাইফ বীমা প্রতিষ্ঠানের আগামীতে সম্পাদিতব্য  সকল ধরনের বীমা চুক্তি পত্র দ্বিভাষিক বা ইংরেজির ও বাংলা উভয় ভাষায় হতে হবে। কর্তৃপক্ষ এবং দেশের অভ্যন্তরে যোগাযোগের জন্য বিশেষত চিঠি পত্র আদান প্রদানে বাংলাভাষা ব্যবহার করতে হবে। তবে বিদেশে যোগাযোগের জন্য ইংরেজী ভাষা ব্যবহার করতে হবে। বীমা জরীপকারিদের ইংরেজী ও বাংলা ভাষায় জরীপ প্রতিবেদন প্রস্তুত করতে হবে।