নতুন বীমা পরিকল্পের ধারণা নিয়ে বিআইপিডি'র সেমিনার বিকালে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অভিবাসীদের জন্য উপযুক্ত বীমা পরিকল্পের ধারণা নিয়ে সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) । আজ বুধবার বিকালে রাজধানীর ৩৫ তোপখানা রোডে রজনীগন্ধা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সেমিনার চলবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন, বাহরাইনের ট্রাস্ট রি'র লাইফ ও হেলথ অবলিখক ধর্মেশ দেব এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন আদিত্য বিড়লা'র রিইন্স্যুরেন্স অ্যান্ড লার্জ রিস্ক কর্মকর্তা অভিনব চ্যাটার্জি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিআইপিডি'র ডাইরেক্টর জেনারেল কাজী মো. মোরতুজা আলী।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং এসবিসি ও জেবিসি'র সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, অ্যাকচ্যুয়ারি'র সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত থাকবেন, বিআইপিডি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ খালেক, বিআইপিডি'র ডাইরেক্টর ড. এম মোশাররফ হোসাইন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উল্লাহ, বিআইপিডি'র একাডেমিক কাউন্সিলের মেম্বর দাস দেব প্রসাদ প্রমুখ।