এপেক সেমিনারে দুর্যোগ বীমা গ্রহণের তাগিদ
ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে আর্থিক লোকসান কমাতে ডিজাস্টার ইন্স্যুরেন্স বা দুর্যোগ বীমা গ্রহণের তাগিদ দিয়েছেন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) আয়োজিত সেমিনারের আলোচকরা। ঝুঁকিমুক্ত অর্থায়নের লক্ষ্যে মঙ্গলবার ভিয়েতনামের উপকূলবর্তী শহর ন্হা ট্রাং- এ সেমিনারটি আয়োজন কর হয়, যা এপেক সম্মেল ২০১৭ কার্যক্রমের একটি অংশ।
ডিজাস্টার রিস্ক ফিনান্সিং অ্যান্ড ইন্স্যুরেন্স পলিসি বা দুর্যোগ ঝুঁকি অর্থায়ন এবং বীমা পলিসি শীর্ষক এই সেমিনারে এপেক ফোরামের ২১টি সদস্য দেশ থেকে শতাধিক প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ অংশ নেন। ভিয়েতনামের অর্থ মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফিন্যান্স’র প্রধান নুয়েন ভিয়েত লোই অনুষ্ঠানটি পরিচালনা করেন।
নুয়েন ভিয়েত বলেন, প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে ছিল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। ২০০৫ থেকে ২০১৪ সালের মধ্যে ১ হাজার ৬২৫টি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে এই অঞ্চল, যা বিশ্বব্যাপী মোট দুর্যোগের ৪০ শতাংশ। এসব দুর্যোগে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছে এবং, ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ১৪০ কোটি মানুষ। ক্ষতিগ্রস্তদের এই সংখ্যা সারা বিশ্বের ৮০ শতাংশ।
ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফিন্যান্স’র প্রধান নুয়েন আরো বলেন, আলোচ্য সময়ে সম্পদের যে ক্ষতি হয়েছে তার পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। প্রাকৃতিক দুর্যোগে বিশ্বজুড়ে যে আর্থিক ক্ষতি হয়েছে তার ৪৫ শতাংশের সমান হবে এই ক্ষতি। এসব দেশের মধ্যে দুর্যোগে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় ভিয়েতনাম। এতে প্রতিবছর প্রায় ৭৫০ জন নিহত হয় এবং আর্থিক ক্ষতি হয় জিডিপি’র প্রায় ১ শতাংশ।
সেমিনারে অংশগ্রহণকারিরা এই অর্থনৈতিক ব্লকে বাস্তবায়িত দুর্যোগ ঝুঁকি অর্থায়ন এবং বীমা ব্যবস্থা বিষয়ে কথা বলেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকির প্রতিক্রিয়া ও সরকারি সম্পত্তির দলিল উপাত্তের উন্নয়নে গৃহীত বিভিন্ন জাতীয় আর্থিক কৌশল এবং দুর্যোগ ঝুঁকি বীমা নিয়ে আলোচনা হয়।
সেমিনারে অংশ নেয়া প্রতিনিধিরা প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি অর্থায়ন এবং বীমা সমাধান তৈরিতে তথ্য বিনিময় বৃদ্ধির উপায় খোঁজেন। এছাড়া দুর্যোগ পরবর্তী প্রভাব মোকাবেলা এবং ব্যয়ের বোঝা ও সরকারি সম্পদের ঝুঁকি কমানোর ক্ষমতা বৃদ্ধিরও উপায় বের করার চেষ্টা করেন।
উল্লেখ্য, ডিজাস্টার রিস্ক ফিনান্সিং অ্যান্ড ইন্স্যুরেন্স পলিসি শীর্ষক এই সেমিনারের গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত ও দিকনির্দেশনা এপেক ফিন্যান্স অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক’র ডেপুটিদের সভায় পাঠানো হবে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ভিয়েতনামের ন্হা ট্রাং শহরে এবারের এপেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। (সূত্র: ভিয়েতনাম নিউজ)
প্রকাশের তারিখ- ২৩ ফেব্রুয়ারি, ২০১৭