ক্ষুদ্রবীমা নিয়ে ১২-১৮ ফেব্রুয়ারি বিআইপিডি'র ওয়ার্কশপ

ডেস্ক রিপোর্ট: ক্ষুদ্রবীমা নিয়ে ৫ দিনব্যাপী ওয়ার্কশপ আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) । ১২, ১৩, ১৪, ১৫ ও ১৮ ফেব্রুয়ারি ২০১৮ মাইক্রো ইন্স্যুরেন্স প্র্যাকটিস শীর্ষক এ ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। রাজধানীর তোপখানা রোডে বিআইপিডি মিলনায়তনে প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে।

এই প্রফেশনাল কোর্সে আলোচনা করবেন ড. এম এ বাকী খলিলী, ড. এস এ হামিদ, দাস দেব প্রসাদ, মো. জালালুল আজিম, মো. আতিকুন্নবী, এম এম মনিরুল আলম, মো. এহসানুল হক- এফসিআইআই, উত্তম কুমার সাধু- এফসিএমএ, এফসিএস, মো. সৈয়দ মঈনুদ্দীন আহমেদ প্রমুখ। বিভিন্ন বীমা কোম্পানি ও এনজিও'র সিনিয়র কর্মকর্তারা এতে অংশ নেবেন।