স্বাস্থ্য বীমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রসঙ্গে
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বাংলাদেশে স্বাস্থ্য বীমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার ‘সবার জন্য স্বাস্থ্য’ তারই প্রতিফলন বহন করে। এ কথা সত্য যে, সুস্থ জনবল ছাড়া সুস্থ জাতি সম্ভব নয়।
কথায় বলে ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’ স্বাস্থ্যহীন মানুষের কাছে সবকিছুই অর্থহীন।
বাংলাদেশের বর্তমান সামাজিক এবং অর্থনৈতিক পটভূমিকায় স্বাস্থ্য বীমার প্রয়োজনীয়তা এবং চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সরকারী স্বাস্থ্যখাতে নানা রকম অনিয়ম, দুর্নীতি এবং সুযোগ-সুবিধার অভাবে দেশের এক বৃহত্তর জনগোষ্ঠী বিশেষ করে দরিদ্র সম্প্রদায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
বেসরকারীভাবে সারাদেশে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ব্যাঙ্গের ছাতার মত বিস্তার করছে।
এই সমস্ত প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা এতটাই ব্যয়বহুল যে, সাধারণ মানুষ তো দূরের কথা মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর পক্ষেও চিকিৎসা সেবা গ্রহণ করা এক প্রকার দুঃসাধ্য ব্যাপার। চিকিংসা খরচ বহন করতে গিয়ে বহু দরিদ্র পরিবার আর্থিকভাবে রিক্ত ও সর্বশান্ত হচ্ছে।
এমতাবস্থায় সবার জন্য স্বাস্থ্য জরুরি হয়ে পড়েছে।
মধ্যপ্রাচ্য বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তে আজ থেকে প্রায় এক দশকের বেশি হয় বহু পরীক্ষা নিরীক্ষার পর সেখানকার সরকার বাধ্যতামূলকভাবে স্বাস্থ্য বীমার প্রবর্তন করে। বর্তমানে হয়তো এর পরিবর্তন ঘটে থাকতে পারে।
নিম্নে এই স্বাস্থ্য বীমা সমন্ধে একটি ধারণা দেয়া হলো:
স্বাস্থ বীমার প্রকারভেদ:
১. ন্যূনতম স্বাস্থ্য বীমা (Basic Cover)
২. সাশ্রয়ী স্বাস্থ্য বীমা (Economy Cover) এবং
৩. সাশ্রয়ী প্লাস স্বাস্থ্য বীমা (Economy Plus Cover)
১. ন্যূনতম স্বাস্থ্য বীমা:
টাকার পরিমাণ: ইউএই দেরহাম ৫০,০০০ (পঞ্চাশ হাজার)।
চিকিৎসা নেটওয়ার্ক: সুনিদিষ্ট এবং সীমাবদ্ধ সরকারী হাসপাতাল ও ক্লিনিক।
বীমাগ্রহীতা কর্তৃক বহনযোগ্য টাকার পরিমাণ: দেরহাম ৫০ (প্রতি বহির্বিভাগ চিকিৎসার বেলায়)।
বাৎসরিক প্রিমিয়াম: ইউএই দেরহাম ৭৫০ (প্রত্যেক ব্যক্তির বেলায়)।
২. সাশ্রয়ী স্বাস্থ্য বীমা:
ক) টাকার পরিমাণ: দেরহাম ১,০০,০০০ (এক লাখ)।
চিকিৎসা নেটওয়ার্ক: সুনিদিষ্ট এবং সীমাবদ্ধ সরকারী হাসপাতাল ও ক্লিনিক।
বীমাগ্রহীতা কর্তৃক বহনযোগ্য টাকার পরিমাণ: দেরহাম ১০০ (প্রতি বহির্বিভাগ চিকিৎসার বেলায়।
খ) হাসপাতালে ভর্তির বেলায়: প্রথম ৩ (তিন দিন)।
বাৎসরিক প্রিমিয়াম: দেড়হাম ১,৫০০ (প্রত্যেক ব্যক্তির বেলায়)।
৩. সাশ্রয়ী প্লাস স্বাস্থ্য বীমা:
টাকার পরিমাণ: ইউএই দেরহাম ২,০০,০০০ (দুই লাখ দেরহাম)।
চিকিৎসা নেটওয়ার্ক: সরকারী এবং বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক (সুনিদিষ্ট কতিপয় বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক ব্যতিরেকে যেখানে চিকিৎসা সেবা তূলনামূলকভাবে ব্যয়বহুল)।
বীমাগ্রহীতা কর্তৃক বহনযোগ্য টাকার পরিমাণ:
ক. দেরহাম ২০০ (প্রতি বহিবিভাগ চিকিৎসার বেলায়)।
খ. হানপাতালে ভর্তির বেলায়: প্রথম ৫ (পাঁচ) দিন।
বাৎসরিক প্রিমিয়াম: দেরহাম ২,০০০ (প্রত্যেক ব্যক্তির বেলায়)।
ভৌগলিক সীমারেখা: সংযুক্ত আরব আমিরাত।
পলিসি ওয়ার্ডিং: সরকার কর্তৃক সরবরাহকৃত এবং নিয়ন্ত্রিত।
স্বাস্থ্য বীমা পরিচালনার দায়িত্ব: স্বাস্থ্য মন্ত্রনালয়, সংযুক্ত আরব আমিরাত।
পলিসি বিক্রয় কেন্দ্র: অর্থমন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত সকল বীমা কোম্পানি। (এখানে উল্লেখযোগ্য যে, বর্তমানে এক দেরহাম সমান বাংলাদেশী টাকয়ি প্রায় ২৪ টাকা)।
এই স্বাস্থ্য বীমার বিভিন্ন দিক রয়েছে যা এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।
প্রয়োজনে স্বাস্থ্য বীমার ব্যপারে বাংলাদেশ সরকার দক্ষিণ-পূর্ব এশিয়া বিশেষ করে সার্ক অর্ন্তভূক্ত দেশের দৃষ্টান্ত অনুসরন করতে পারে।