বীমা খাতের উন্নয়নে প্রধান বাধা দুর্নীতি ও আইডিআরএ’র অদক্ষতা
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: ২০১১ সালের ১ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হয়। গত ১৫ বছরে বুড়িগঙ্গায় অনেক পানি প্রবাহিত হয়েছে। কিন্তু বীমা খাতের অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরে বীমা খাতের তেমন কোন উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়নি।
বীমা খাত সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের বীমা খাতের উন্নয়নের প্রধান বা মূল প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র অদক্ষতা এবং দায়িত্ব-কর্তব্যে অবহেলা।
যে যাই বলুক না কেন, দুর্নীতি নিয়ন্ত্রণ না করা গেলে বীমা খাতের ভালো কোন ভবিষ্যত নাই।
বীমা খাত দুর্নীতিতে রীতিমত হাবুডুবু খাচ্ছে। অথচ আইডিআরএ’র এই ব্যাপারে কোন চিন্তা বা মাথা ব্যাথা আছে বলে মনে হয় না।
আইডিআরএ প্রতিষ্ঠার পেছনে সরকারের সকল মহত উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবেশিত হয়েছে। জবাবদিহীতার অভাবে প্রতিষ্ঠানটি একটি অকার্যকরি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
বীম খাতের সমস্যা সমাধান করা তো দূরের কথা, আইডিআরএ নিজেই বিভিন্ন সমস্যায় আক্রান্ত।
আশাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বীমা খাতের সংস্কার এবং আইডিআরএ’র জবাবাদিহীতা নিশ্চিত করার ব্যাপারে অনতিবিলম্বে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।