সম্পত্তি বীমা অবলিখনে বীমা কোম্পানির বিশেষ সর্তকতা অবলম্বন প্রসঙ্গে
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বীমা কোম্পানির জন্য অবলিখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সুষ্ঠ অবলিখন নীতির উপর বীমা কোম্পানির আর্থিক লাভ বা লোকসান অনেকটাই নির্ভরশীল।
বিশেষ করে সম্পত্তি বীমার মত একটি গুরুত্বপূর্ণ বীমার বেলায় অবলেখনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তির বীমা বিষয়ের উপর পর্যাপ্ত ও উপযুক্ত জ্ঞান থাকা প্রয়োজন।
সম্পত্তি বীমা অবলিখন একটি অত্যন্ত জটিল এবং দায়িত্বপূর্ণ কাজ। এর জন্য প্রয়োজন পর্যাপ্ত অভিজ্ঞতা, সুষ্ঠু প্রশিক্ষণ এবং সর্বোপরি বীমা বিষয়ে শিক্ষা অর্জন।
অবলিখকদের বীমার বিভিন্ন প্রয়োজনীয় দিক যেমন ঝুঁকি পরিদর্শন, ঝুঁকি ব্যবস্থাপনা ইত্যাদি সম্বন্ধে সম্যক জ্ঞান থাকা অবশ্যক।
অবলিখকদের অবশ্যই বীমা বিষয়ে বিচক্ষণ এবং পারদর্শী হতে হবে। উপরে বর্ণিত বিভিন্ন বিষয় সম্বন্ধে জ্ঞান ব্যতিরেকে কারো পক্ষে ভালো অবলিখক হওয়া সম্ভব নয়।
বীমা পলিসিতে সম্পত্তির সঠিক বর্ণনা, ঝুকির স্থলের সঠিক ঠিকানা, বীমা গ্রহিতার সঠিক বৃত্তি বা পেশা, বিল্ডিং বা ফেক্টরীর সঠিক নির্মান প্রকৃতি প্রভিতি ব্যপারে বীমা অবলিখকের বিশেষভাবে সচেতন এবং মনোযোগী হওয়া প্রয়োজন।
বীমা কোম্পানির সচরাচর আদালতে যে প্রশ্নের সম্মুখীন হয় সেটা হল যেহেতু বীমা কোম্পানির তুলনায় বীমা সম্বন্ধে বিমা গ্রাহকদের তুলনামূলকভাবে জ্ঞান বা অভিজ্ঞতা কম, সেই কারণে বীমা কোম্পানির দায়িত্ব বীমা গ্রাহক প্রদত্ত তথ্য সমূহের সত্যতা যথার্থতা সঠিকভাবে নিরূপণ করা এবং সেই অনুযায়ী পলিসি ইস্যু করা।
বিবাদের বেলায় ভুল তথ্য সম্বলিত পলিসির ইস্যুর ব্যাপারে বীমা কোম্পানির আদালতে বাদানুবাদের সুযোগ নাই।
বীমা পলিসিতে কোন ধরনের ভুল-ভ্রান্তি, অসুস্থতা বা ব্যর্থতার জন্য বিবাদের বেলায় এর দায়িত্ব সাধারণত বীমা কোম্পানির উপর বর্তায় যা Contra Proferentem Rule এর আওতার মধ্যে পরে।