বীমা কোম্পানির সময়মতো সার্ভে ফি পরিশোধ না করা প্রসঙ্গে
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বাংলাদেশ সার্ভে অ্যাসোসিয়েশনের প্রতিনিধির সাথে কথা বলে জানা গেছে, বীমা কোম্পানি অনেক ক্ষেত্রেই সার্ভে ফি সময়মতো পরিশোধ করে না।
তাদের অভিযোগ, এর কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বীমা কোম্পানি এক অদ্ভুত এবং হাস্যকর বাহানা অবতারণার মাধ্যমে সার্ভে ফি পরিশোধে বিলম্ব করে থাকে।
আর সেই কারণটি হচ্ছে- সাধারণ বীমার পুনর্বীমা দাবি পরিশোধে বিলম্ব।
সাধারণত বীমা কোম্পানি সার্ভেয়ার নিয়োগ দিয়ে থাকে। তাই যুক্তি সঙ্গত কারণেই সার্ভেয়ারের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের সাথে সাথে সার্ভে ফি পরিশোধ করা বীমা কোম্পানির দায়িত্ব।
পুনর্বীমা কোম্পানির দাবি পরিশোধের সাথে সার্ভেয়ারের পরিশোধের কোন সম্পর্ক নাই।
এ ব্যাপারে বীমা কোম্পানির অজুহাত সম্পূর্ণ যুক্তিহীন এবং অগ্রহণযোগ্য।
আশা করি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ব্যাপারটি খতিয়ে দেখবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।