মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগে বর্তমান নিয়ম পরিবর্তন প্রসঙ্গে
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বর্তমান নিয়ম অনুযায়ী মুখ্য নির্বাহী কর্মকর্তা পদের জন্য যোগ্যতাসরূপ মুখ্য নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিম্নপদ অর্থাৎ উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নূন্যতম তিন বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
এই নিয়মের একটি প্রতিবন্ধকতা বা অসুবিধা হচ্ছে এই যে, এর ফলে অনেক যোগ্য ও বীমা পেশায় ডিগ্রিধারী যেমন এসিআইআই, এবিআইএ, এআইআইআই, একচ্যুয়ারি ইত্যাদি এবং বীমা শিক্ষায় শিক্ষিত এমএএস মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে জন্য প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বঞ্চিত হচ্ছে।
কেবলমাত্র হাতে গোনা কয়েক জন এফসিআইআই ডিপ্লোমাধারি বর্তমানে বিভিন্ন বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিযুক্ত আছে।
বীমা ডিগ্রিধারিদের উচ্চ পদে অধিষ্ঠিত করতে হলে বর্তমান নিয়মের পরিবর্তন বা শিথিলতা আনা প্রয়োজন।
বীমা কোম্পানি সুষ্ঠু এবং সঠিকভাবে পরিচালনার জন্য এটি আব্যশক। এই ব্যাপারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।