ক্রেডিট রেটিং এজেন্সির দায়িত্ব ও ভূমিকা প্রসঙ্গে

এ কে এম এহসানুল হক এফসিআইআই: বাংলাদেশে বেশ কিছু ক্রেডিট রেটিং এজেন্সি রয়েছে। এই সমস্ত ক্রেডিট রেটিং এজেন্সির প্রধান কাজ হচ্ছে বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান যেমন- ব্যাংক, বীমা এবং পুনর্বীমা কোম্পানির ক্রেডিট রেটিং সঠিকভাবে মূল্যায়ন করা।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং প্রতিষ্ঠিত ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড এন্ড পুওরস, এ এম বেস্ট, মুডিস এবং ফিচের নাম উল্লেখ করা যেতে পারে।

আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে বীমা এবং পুনর্বীমা কোম্পানির ক্রেডিট রেটিং অর্থ বাজারে নানাভাবে প্রভাব ফেলতে পারে। যেমন- বীমা কোম্পানি, বীমা গ্রাহক এবং লিস্টেড কোম্পানির বেলায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা এবং নির্ভরতা ইত্যাদি।

ক্রেডিট রেটিংয়ের বেলায় বীমা কোম্পানির বিভিন্ন ব্যবসায়িক দিক যেমন- আর্থিক স্বচ্ছলতা এবং সক্ষমতা, সুষ্ঠু ব্যবস্থাপনা, সেবার মান- বিশেষ করে সময় মতো দাবি পরিশোধ করা, বীমা আইন এবং বীমা কর্তৃপক্ষের নিয়ম-কানুন সঠিকভাবে পালন করা ইত্যাদি।

ক্রেডিট রেটিংয়ের বেলায় ক্রেডিট রেটিং এজেন্সির ওপর বর্ণিত বিষয়গুলোর ব্যাপারে বিশেষভাবে মনোযোগী এবং সচেতন হওয়া প্রয়োজন। যেকোন ধরণের ভুল ক্রেডিট রেটিং জনমনে বিভ্রান্তি ও সংশয় সৃষ্টি করতে পারে। যা অর্থ বাজারের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়।

কোন কোন ক্রেডিং রেটিং এজেন্সি পেশাগতভাবে তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে জনশ্রুতি রয়েছে। 

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব হচ্ছে ক্রেডিট রেটিং এজেন্সির কার্যকলাপ কঠোরভাবে তদারকি এবং মনিটর করা।