বীমা খাতে সমস্যা সমাধানে বীমা কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য প্রসঙ্গে
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: এই কথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে, বীমা খাত দীর্ঘ দিন ধরে নানা প্রকার সমস্যায় ভুগছে। সমস্যা চিহ্নিত হওয়া সত্ত্বেও এর প্রতিকারের ব্যাপারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কোন প্রকার মাথা ব্যাথা আছে বলে মনে হয় না।
সমস্যাগুলো দুর্ভেদ্য নয়। সমস্যা হচ্ছে বীমা কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব। দুর্নীতি প্রতিরোধ করতে হলে নিজেদের দুর্নীতির উর্ধ্বে রাখতে হবে।
বীমা খাতে বছরের পর বছর ধরে দুর্নীতি ও অনিয়ম চলে আসছে। কিন্তু দুঃখজনকভাবে বীমা কর্তৃপক্ষ এর প্রতিকারে ক্রমাগতভাবে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে।
বীমা গ্রাহকের স্বার্থ রক্ষার্থে এবং বীমা খাতের সুন্দর ও উজ্জল ভবিষ্যতের কথা চিন্তা করে বীমা খাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এবং আইনগত ব্যবস্থা নেয়ার এখন সময় এসেছে। বীমা খাতে দুর্নীতির বিরুদ্ধে অসন্তোষের দানা দিন দিন ঘনীভূত হচ্ছে।
এটি এখন সময়ের দাবি। আর এই দাবি ভ্রুক্ষেপ বা অগ্রাহ্য করার কোন সুযোগ নেই।
বীমা কর্তৃপক্ষ যত দ্রুত সমস্যা সমাধানে মনোযোগি হবে, বীমা খাতের জন্যে ততই মঙ্গলজনক হবে।