বীমা খাতে হাওয়া পরিবর্তনের আভাস

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: আশার কথা এই যে, সাম্প্রতিককালে বীমা খাতে হাওয়া পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

বীমা খাতে পরিবর্তন আনার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তারা সকলেই ধন্যবাদ এবং প্রশংসা পাওয়ার যোগ্য বা দাবিদার।

বিগত প্রায় ৫ বছরে যেভাবে বীমা খাতে দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়াসহ অন্যান্য মিডিয়া এবং বীমা বিশেষজ্ঞরা প্রতিনিয়ত লেখালেখি করে চলেছেন তা সত্যিই আশাব্যঞ্জক।

বীমা খাতে এখনো প্রচুর দুর্নীতি ও অনিয়ম রয়েছে যা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অজানা থাকার কথা নয়।

বীমা বিশেজ্ঞদের মতে, যতদিন পর্যন্ত না বীমা খাতে স্বচ্ছতা এবং জবাবদিহীতা আসবে; ততদিন পর্যন্ত বীমা খাতের উন্নতি কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ থাকবে, বাস্তবে রূপ নেবে না।

এ ব্যাপারে বীমা খতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই অত্যন্ত সতর্ক ও সজাগ থাকতে হবে এবং সতর্কতার সাথে কাজ করত হবে; যাতে করে বীমা খাতে সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব হয়।