বীমা খাতের উন্নয়নে মিডিয়ার ভূমিকা প্রসঙ্গে

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: দেশের বীমা খাতের উন্নয়নে মিডিয়া এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিশেষ করে অনলাইন মিডিয়া ‘ইন্স্যুরেন্স নিউজ বিডি’ যেভাবে বীমা খাতে বিরাজমান অনিয়ম এবং দুর্নীতির চিত্র জনসম্মুখে তুলে ধরছে তা সত্যিই প্রশংসনীয়।

ইন্স্যুরেন্স নিউজ বিডি’র শক্তিশালী এবং ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের ফলে বীমা খাতের কতিপয় রাঘব-বোয়াল জালে ধরা পড়েছে এবং বিচারের অপেক্ষায় বর্তমানে কারাগারে কালাতিপাত করছে।

কয়েক বছর পূর্বেও এ ধরনের ঘটনা এক প্রকার অসম্ভব বা অচিন্তনীয় ব্যাপার ছিল। কিন্তু মিডিয়ার বদৌলতে এখন তা সম্ভব হয়েছে।

এ ব্যাপারে ইন্স্যুরেন্স নিউজ বিডি তাদের বলিষ্ঠ এবং সাহসিকতা পূর্ণ সাংবাদিকতার জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য।

কয়েকদিন পূর্বে এই পত্রিকায় ‘বীমা খাতে হাওয়া পরিবর্তনের আভাস’ শীর্ষক একটি লেখা প্রকাশিত হয়েছে। যা উপরে বর্ণিত ঘটনার সত্যতা বা সাক্ষ্য বহন করে।

দুর্বল বীমা খাত কারোই কাম্য নয়।

অতীতের সকল দুর্বলতা এবং ব্যর্থতাকে ঝেড়ে মুছে বীমা খাতকে দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে হবে। আর এর জন্য চাই বীমা খাতের সাথে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং ঐকান্তিক ইচ্ছা।