বীমা খাতে ইন্স্যুরেন্স ব্রোকারের প্রয়োজনীয়তা ও উপকারিতা

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বহির্বিশ্বে বিশেষ করে নন-লাইফ বীমার বেলায় অপেক্ষাকৃত সকল বড় এবং করপোরেট ব্যবসা ইন্স্যুরেন্স ব্রোকারের মাধ্যমে পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়।

এসব ইন্স্যুরেন্স ব্রোকার বীমা কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক নিবন্ধনকৃত এবং ইন্স্যুরেন্স ব্রোকার অ্যাক্ট দ্বারা পরিচালিত।

ইন্স্যুরেন্স ব্রোকার সাধারণত বীমা বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত, যার ফলে বীমা ব্যবসার সঙ্গে জড়িত অনেক জটিল সমস্যার সমাধান সাধারণত হয়ে থাকে।

এসব ব্রোকারের প্রধান কাজ হচ্ছে বীমা গ্রাহক এবং বীমাকারীর মধ্যে সংযোগ এবং সমন্বয়ের মাধ্যমে নিয়মমাফিক বীমা ব্যবসা পরিচালনা করা।

বীমা ব্রোকার সাধারণত সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কমিশন বা পারিশ্রমিকের বিনিময়ে তাদের দায়িত্ব পালন করে থাকে।

কিন্তু আশ্চর্যজনকভাবে বাংলাদেশে ইন্স্যুরেন্স ব্রোকার কনসেপ্ট এখনো তেমনভাবে বিকশিত হয়নি।

বীমা খাতের বর্তমান নৈরাজ্যজনক অবস্থার পরিবর্তন ও ভবিষ্যতের কথা চিন্তা করে বীমা নিয়ন্ত্রক সংস্থার উচিত এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং বীমা খাতে ইন্স্যুরেন্স ব্রোকার সিস্টেম চালু করা।