যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মুখ্য নির্বাহী নিয়োগ প্রসঙ্গে

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বীমা খাতের মতো একটি গুরুত্বপূর্ণ আর্থিক খাতে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগে আইডিআরএ’র বর্তমান এবং প্রস্তাবিত প্রবিধানমালা মোটেই গ্রহণযোগ্য নয়।

এই প্রসঙ্গে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ইত্যাদির নাম উল্লেখ করা যেতে পারে।

বীমা বিশেষজ্ঞ দ্বারা প্যানেল গঠনের মাধ্যমে এবং যথাযথ প্রক্রিয়া, যেমন- লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে খাটো করে দেখার কোন অবকাশ নেই।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাহায্য এবং সহযোগিতা নেয়া যেতে পারে।

মোদ্দাকথা, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের বর্তমান পদ্ধতির আমূল পরিবর্তন হওয়া প্রয়োজন।

অন্যথায়, পেশাদারিত্ব প্রশ্নে বীমা খাতের বর্তমান অবস্থার উত্তরণ সম্ভব নয়।

বীমা খাতের উন্নয়নে বীমা শিক্ষায় শিক্ষিত এবং যোগ্য মুখ্য নির্বাহী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আশাকরি বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় এবং সঠিক ব্যবস্থা গ্রহণ করবে।