বীমা খাতের উন্নয়নে মন্থর গতি প্রসঙ্গে
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বীমা খাতের উন্নয়ন যে গতিতে বা ছন্দে হওয়ার কথা ছিল সত্যিকার অর্থে তেমনটি হচ্ছে না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে বীমা খাতের সাথে সংশ্লিষ্ট অনেকেই বীমা খাতের উন্নতি হোক, পরিবর্তন আসুক- সেটা মনে-প্রাণে বিশ্বাস করে না। মূলত সমস্যাটা সেখানেই।
বীমা খাতের উন্নয়নে যে সমস্ত কারণকে দায়ী করা যেতে পারে তার মধ্যে দুর্নীতি, অনিয়ম, সুশাসনের অভাব ইত্যাদি অন্যতম।
বীমা আইন এবং নিয়ম-কানুনের প্রতি বীমা কোম্পানির অশ্রদ্ধা, বীমা কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং দায়িত্ব অবহেলা প্রভৃতিকে বীমা খাতের বর্তমান নৈরাজ্যজনক অবস্থার জন্য বহুলাংশে দায়ী করা যেতে পারে।
প্রশ্ন হচ্ছে, বীমা খাত কি এই দৈনতার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার যোগ্যতা রাখে না!
এ কথা বললে হয়তো ভুল হবে না যে, বীমা খাতের বর্তমান উন্নতিতে শম্বুক গতির সাথে তুলনা করা যেতে পারে।
বীমা খাতের ব্যাপক পরিবর্তন এবং সংস্কার প্রয়োজন। আর এর জন্য চাই গতির সঞ্চারন।
বীমা খাতের সাথে সংশ্লিষ্ট সকলের এই সত্যটি অনুধাবন করতে হবে এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে।
প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তাহলে স্বভাবতই প্রশ্ন যাগে- বীমা খাত কেন পিছিয়ে থাকবে!