অবশেষে বীমা আইনের সংশোধন আসছে!

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: কথায় বলে ‘বেটার লেট দেন নেভার’। অবশেষে বহু প্রতীক্ষিত বীমা আইনের সংশোধন করা হচ্ছে।

কোন আইন-ই চিরস্থায়ী নয়। সময়ের প্রয়োজনে এবং অবস্থার প্রেক্ষিতে পৃথিবীর বিভিন্ন দেশে সময়ে সময়ে আইনের পরিবর্তন বা সংশোধন করা হয়ে থাকে। বীমা আইনও এর ব্যতিক্রম নয়।

এই প্রসঙ্গে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যানের দেয়া এবং এই প্রত্রিকায় প্রকাশিত ‘শাস্তিমূলক ব্যবস্থা আরো কঠোর করতে আইন সংশোধন করা হচ্ছে’ শীর্ষক গত ২৮ ফেব্রুয়ারির সংবাদের উল্লেখ করা যেতে পারে।

বর্তমান বীমা আইনে যথেষ্ট দুর্বলতা এবং ঘাটতি রয়েছে। আর এর সুযোগ নিয়ে কতিপয় অসাধু বীমা কোম্পানি নানা প্রকার অনিয়ম এবং দুর্নীতির আশ্রয় নিতে সাহস পাচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়।

প্রচলিত বীমা আইন আনেক ক্ষেত্রেই বীমা কোম্পানিকে দুর্নীতি করতে উৎসাহিত করছে এবং বীমা খাতকে কলুষিত করছে।

বর্তমান বীমা আইনের পরিবর্তন বা সংশোধন নিয়ে অতীতে এই পত্রিকায় একাধিকবার লেখালেখি হয়েছে। সুখের কথা এই যে, দেরিতে হলেও অবশেষে বীমা আইনের সংশোধন করা হচ্ছে।

আশা করি সংশোধিত বীমা আইন বর্তমান আইনকে শক্তিশালী করবে এবং বীমা গ্রাহকের স্বার্থ রক্ষা করতে সমর্থ হবে।