বীমা খাতে সংস্কারের প্রয়োজনীয়তা

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বীমার মতো একটি গুরুত্বপূর্ণ আর্থিক খাত দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে। বীমা খাতের বর্তমান নৈরাজ্যজনক অবস্থা তার সাক্ষ্য বহন করে।

বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বীমা খাতের উন্নয়নও ঘটে থাকে। কিন্তু দুঃখজনক হলেও এ কথা সত্য যে, বিগত ১৫ বছরে বীমা খাতের তেমন কোন উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়নি।

বাংলাদেশে বীমা খাতের অবস্থা এতোটাই শোচনীয় যে দেশটি সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর সর্বনিম্ন অবস্থান করছে।

বীমা খাতের উন্নয়নে প্রতিবন্ধকতা হিসেবে যেসব কারণ প্রধানত দায়ি তার মধ্যে রয়েছে প্রশাসনিক দুর্বলতা বা ব্যাড গভর্ণ্যান্স, রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ইত্যাদি।

 বীমা খাতের বর্তমান অবস্থার উত্তরণের জন্য দুর্নীতি দমনের পাশাপাশি বীমা আইনের সুষ্ঠু প্রয়োগ এবং প্রয়োজনে নতুন আইন প্রবর্তন করতে হবে।

দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সহায়তা বা সমর্থন করার জন্য বীমা খাতের উন্নয়ন প্রয়োজন।

বীমা খাতের বৃহত্তর স্বার্থে এর সংস্কার এখন সময়ের দাবি।

আশা করি বর্তমান সরকার বীমা খাতের সংস্কারের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষভাবে মনযোগী হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।