বাকীতে বীমা ব্যবসা আইনের পরিপন্থি
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বীমা আইন ২০১০ অনুযায়ী বাকীতে বা ক্রেডিটে বীমা ব্যবসা অবৈধ এদত সত্বেও বীমা কোম্পানি (সাধারন বীমা কোম্পানি) দীর্ঘদিন ধরে এই আইন ভঙ্গ করে আসছে।
দু্ঃখজনকভাবে বীমা কর্তৃপক্ষ এ ব্যপারে আইন ভঙ্গকারী কোম্পানির বিরুদ্ধে কোন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
বীমা খাতে প্রিমিয়াম এবং দাবি সমন্বয়ের মত অবৈধ কর্মকান্ড দীর্ঘদিন ধরে চলে আসছে। প্রায় দুই বছর পূর্বে সাধারন বীমা করপোরেশন (এসবিসি) বোর্ড এই বে-আইনি কাজ বন্ধ করার সিদ্ধান্ত গ্রহন করে।
এখানে প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা যেতে পারে যে এসবিসি দেশের সর্ব বৃহৎ এবং সরকারী খাতে একমাত্র বীমা এবং পুনর্বীমা কোম্পানি।
বোর্ডের সিদ্ধান্ত সত্বেও পুনর্বীমার বেলায় এসবিসি আনয়ন দূরীকরনে বা অপসারনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বীমা কর্তৃপক্ষ এবং এসবিসির দূর্বলতার কারনে বীমা মালিকদের সংগঠন এই অবৈধ সুবিধা ভোগ করছে।
বাকীতে বীমা ব্যবসা পরিচালনা করা কেবল বীমা আইন ২০১০ এ অবৈধ বা নিষিদ্ধ নয়, এটি আন্তর্জাতিক বীমা চর্চারও পরিপন্থি।
আশা কার সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষ এই অবৈধ চর্চা বন্ধ করার ব্যপারে অনতিবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে।