সাধারণ বীমা করপোরেশনের বর্তমান বোর্ডে বীমা বিশেষজ্ঞের অভাব

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) দেশের সর্ববৃহৎ বীমা ও পুনর্বীমা কোম্পানি।  নিয়মানুযায়ী এসবিসি’র বোর্ড যেভাবে গঠন করতে হবে-

১।  চেয়ারম্যান।

২। পরিচালক- অর্থ মন্ত্রণালয়।

৩।  পরিচালক-অর্থ মন্ত্রণালয় (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) ।

৪।  পরিচালক- বাণিজ্য মন্ত্রণালয়।

৫।  পরিচালক- বীমা বিশেষজ্ঞ (কমপক্ষে ২ জন) ।

৬।  পরিচালক- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট) ।

৭।  পরিচালক- চার্টার্ড একাউন্টেন্টস বা সমমানের ডিগ্রিধারী ব্যক্তি।

তথ্য মতে, এসবিসি’র বর্তমান বোর্ডে কোন বীমা বিশেষজ্ঞ নেয়া হয়নি। যা নিয়মের স্পষ্ট লঙ্ঘন।

২০২১-২০২৩ সালে এসবিসি’র বোর্ডে দুইজন বীমা বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হয়েছিল। যার মধ্যে একজন এফসিআইআই এবং অন্যজন এসিআইআই বীমা ডিগ্রিধারী পরিচালক ছিলেন।

এসবিসি’র মতো একটি গুরুত্বপূর্ণ বীমা প্রতিষ্ঠানের বর্তমান বোর্ডে বীমা বিশেষজ্ঞের অনুপস্থিতি সংশ্লিষ্ট মহলে রীতিমত বিস্ময়ের সৃষ্টি করেছে।

আশাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যাপারটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখবে।