জরুরি ভিত্তিতে থার্ড পার্টি মোটর বীমা পুনরায় বাধ্যতামূলক করা প্রয়োজন

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: আজ বেশ কয়েক বছর হয়ে গেলো বাংলাদেশে মোটর অর্ডিনেন্সের মাধ্যমে প্রবর্তিত বাধ্যতামূলক এক্ট পলিসি বাতিল করা হয়েছে।

বিগত সরকারের এই ভুল সিদ্ধান্তের ফলে বর্তমানে বাধ্যতামূলক এক্ট পলিসির অবর্তমানে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রতিদিন খবরের কাগজ এবং টিভিতে সারাদেশে অসখ্য সড়ক দুর্ঘটনার খবর প্রকাশিত হচ্ছে। এই সমস্ত দুর্ঘটনায় বহু লোকের প্রাণহানি এবং সেই সঙ্গে অনেকেই মারাত্বকভাবে আহত হবার খবর পাওয়া যাচ্ছে।

এই সমস্ত নিহত এবং আহতদের মধ্যে অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য। যারা প্রতিনিয়ত মোটর দুর্ঘটনার শিকার হচ্ছে।

বাধ্যতামূলক থার্ড পার্টি মোটর বীমা /এক্ট পলিসির অবর্তমানে নিহতদের পরিবার বা আহত ব্যক্তিরা সকল প্রকার ক্ষতিপূরণ থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে।

দিন দিন সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং সেইসাথে নিহত ও আহতদের সংখ্যাও বাড়ছে।

এই পরিস্থিতিতে এবং জনস্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেশে বাধ্যতামূলক থার্ড পার্টি মোটর বীমা পুনরায় প্রতিষ্ঠা করা।

আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপারটি আইনগত, মানবিক ও সামাজিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে অনতিবিলম্বে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।