পদ্মা ইসলামী লাইফের ঢাকা অঞ্চলের বীমা দাবির চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঢাকা অঞ্চলের গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি এসব চেক হস্তান্তর করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।
চেক হস্তান্তর করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ মহ: রেজাউল ইসলাম এবং কোম্পানির চেয়ারম্যান প্রফেসর এন আর এম বোরহান উদ্দিন, পিএইচডি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান দেওয়ান নুরুল ইসলাম, এফসিএ, পরিচালক হুমায়ুন বখতিয়ার, এফসিএ এবং এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মাদ ওয়াসিউদ্দিন, এফসিএ সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




