সাতক্ষীরায় পপুলার লাইফের নিজস্ব ভবন উদ্বোধন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নিজস্ব ভবনের শুভ উদ্বোধন করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রতি ভবন উদ্বোধন করেন।
কোম্পানির উর্ধ্বতন নির্বাহী পরিচালক মো. কামাল হোসেন মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন।
আরও উপস্থিত ছিলেন উর্ধ্বতন নির্বাহী পরিচালক এস এম খলিলুর রহমান দুলাল, নির্বাহী পরিচালক মো. সেলিম মিয়া, আবুল কালাম আজাদ ও মোহাম্মদ এনামুল হক এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। (সংবাদ বিজ্ঞপ্তি)





