কোম্পানীগঞ্জে জেনিথ লাইফের ব্যবসা উন্নয়ন সভা

সংবাদ বিজ্ঞপ্তি: কোম্পানীগঞ্জে জেনিথ ইসলামী লাইফের মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জুলাই) কোম্পানীগঞ্জের সার্ভিস সেন্টারে এ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডিজিএম ও কোম্পানীগঞ্জ সার্ভিস সেন্টারের ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র জিএম মো. আব্দুল কাদের, ভিপি (উন্নয়ন প্রশাসন বিভাগ) মো. নিজাম উদ্দিন, প্রকল্প পরিচালক মো. হাবিবুর রহমানসহ বাছাইকৃত প্রায় অর্ধশতাধিক মাঠপর্যায়ের কর্মকর্তা অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান সকলের উদ্দেশ্য বলেন, পেশাদারীত্বের সাথে সকলকে কাজ করতে হবে। প্রথম বর্ষ প্রিমিয়াম বৃদ্ধির সাথে সাথে নবায়ন প্রিমিয়াম বৃদ্ধিতে আরো মনোনিবেশ হতে হবে। কোম্পানিকে ভালোবেসে কাজ করলে কর্তৃপক্ষ সবসময় আপনাদের পাশে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের জুলাই-২০২২ মাসের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

 (1).gif)


