বিআইপিডি’র বাংলাদেশের বীমা বাজারে পেশাগত মানোন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইনষ্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেড (বিআইপিডি) ও চাটার্ড ইন্স্যুরেন্স ইনষ্টিটিউট (সিআইআই)’র যৌথ উদ্যোগে বাংলাদেশের বীমা বাজারে পেশাগত মানোন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) অনলাইন মাধ্যমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ কে এম এহসানুল হক এফসিআইআই এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন চাটার্ড ইন্স্যুরেন্স ইনষ্টিটিউট (সিআইআই)’র বেন ক্রেনওয়েল। যিনি সিআইআই কোর্স সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন সেমিনারে।
সেমিনারে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারপারসন প্রফেসর ড. হাসিনা শেখ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটি (বিআইপিএস)'র প্রেসিডেন্ট আকতার আহমেদ এসিআইআই।
বিআইপিডির মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে লাইফ ও নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সহ বিভিন্ন সার্ভেয়র্স কোম্পানি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাইভেট কোম্পানি থেকে প্রায় শতাধিক অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।

 (1).gif)


