২ লাখ ৭০ হাজার টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর করল বেঙ্গল ইসলামি লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে’র প্রধান কার্যালয়ের অধীনস্ত চাঁদপুর সার্ভিস পয়েন্ট অফিসে কর্মরত অফিসার (ক্যাশ) মরহুম মো. মোবারক হোসেনে’র মৃত্যুতে গ্রুপ বীমা দাবি বাবদ ২ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
সম্প্রতি কোম্পানির চাঁদপুর সার্ভিস পয়েন্ট অফিসে মরহুমের নিকট আত্মীয়দের উপস্থিতিতে চেকটি গ্রহণ করেন মরহুমের সহধর্মীনি। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে মৃত্যুদাবির চেকটি হস্তান্তর করেন কোম্পানির দাবি বিভাগের প্রধান মো. আনিসুর রহমান সুমন এবং এইচআর বিভাগের প্রধান মোহাম্মদ সফিকুল ইসলাম ।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির ইসলামি বীমা প্রকল্পের সহকারী প্রকল্প প্রধান মো. হেদায়েত উল্লাহ মজুমদার, চাঁদপুর সার্ভিস পয়েন্ট অফিসের ইনচার্জ মো. শরাফত উল্লাহ পাটোয়ারী প্রমুখ।

 (1).gif)


