কুমিল্লায় ন্যাশনাল লাইফের বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কুমিল্লা এরিয়ায় ১ কোটি ৭৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। রোববার (৬ জুলাই) কুমিল্লা এরিয়ার উদ্যোগে নগরীর একটি আভিজাত হোটেলে আয়োজিত বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন।
কোম্পানির কুমিল্লা কান্দিরপাড় ও লাকসাম এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. খোরশেদ আলমের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট অঞ্চলের উন্নয়ন প্রধান এসভিপি মো. মফিজুল ইসলাম, গৌরীপুর ও চাঁদপুর এরিয়ার ভাইস প্রেসিডেন্ট মো. শামীম খাঁন ও কুমিল্লা জনবীমা এরিয়ার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান স্বপন। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. কাজিম উদ্দিন বলেন, বীমা একটি সেবামূলক পেশা, বীমার মাধ্যমে মানুষ অর্থনৈতিকভাবে স্বাভলম্বী হয়। যে কোন বিপদের সময় বীমার টাকা পরিবারের পাশে দাঁড়ায়। তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফ বিগত ৪১ বছরে ৭২ লক্ষাধিক গ্রাহককে বীমার আওতায় আনতে সক্ষম হয়েছে। আগামী ৫ বছরে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ন্যাশনাল লাইফের বীমা সেবা পৌঁছে দেয়া হবে।