প্রোটেক্টিভ ইসলামী লাইফের শরীয়াহ কাউন্সিলের ১৫তম সভা

সংবাদ বিজ্ঞপ্তি: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) কোম্পানির প্রধান কার্যালয়ে শরীয়াহ কাউন্সিলের সদস্য ড. মাওলানা আবু সালেহ পাটওয়ারীর সভাপতিত্বে এই সভার আয়োজিত হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রোটেক্টিভ ইসলামী লাইফের চেয়ারম্যান সামির সেকান্দার, কোম্পানি সচিব ফরহাদ উদ্দিন, সিএফও মো. শহিদুল ইসলাম, আমন্ত্রিত অতিথি মোহাম্মদ এনাম উদ্দিন ও শরীয়াহ বোর্ডের সদস্য সচিব অধ্যাপক মাওলানা এবিএম মাসুম বিল্লাহ, প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল-মারুফ মাদানী ও মুফতি মাওলানা মো. সাইফুল কবির।