স্বাস্থ্য তাকাফুল দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামি লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্বাস্থ্য তাকাফুল গ্রাহক হাজির হাট, সদর উপজেলা, নোয়াখালীর বাসিন্দা আতিকুর রহমান ২২ হাজার ২২ টাকার ১১ কন্ট্রিবিউশন জমা করে গত মাসে শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকায় সিটি হসপিটালে ভর্তি হন।
স্বাস্থ্য তাকাফুল দাবি বাবদ ৩৩ হাজার টাকা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উক্ত তাকাফুল গ্রাহকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএফ)-এর মাধ্যমে পরিশোধ করা হয়।
কোম্পানির উপ-প্রকল্প প্রধান (এলিগ্যান্ট প্রজেক্ট) দেলোয়ার হোসেন রোববার (২১ সেপ্টেম্বর) গ্রাহকের হাতে স্বাস্থ্য তাকাফুল দাবির ডিসবার্সমেন্ট রিসিপ্ট তুলে দেন। এ সময় কোম্পানির অন্যান্য পদবির উন্নয়ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।