সিঙ্গাপুরে ২১তম আন্তর্জাতিক পুনর্বীমা সম্মেলনে অংশ নিল ইষ্টার্ণ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে অনুষ্ঠিত হলো ২১তম ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল রিইনস্যুরেন্স কনফারেন্স (এসআইআরসি) ২০২৫,’ যা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুনর্বীমা ও বীমা পেশাজীবীদের আন্তর্জাতিক সম্মেলন। ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত সিঙ্গাপুরের স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পনেতা, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা অংশ নেন।
সম্মেলনে উদীয়মান বাজারের প্রবণতা, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, জলবায়ু সহনশীলতা, নিয়ন্ত্রণ কাঠামো ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।
ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (ইআইসিএল) পক্ষে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হাসান তারেক সম্মেলনে অংশ নেন। তার উপস্থিতি প্রতিষ্ঠানটির বৈশ্বিক সম্পৃক্ততা, পেশাগত উৎকর্ষ ও ধারাবাহিক শিক্ষার প্রতি অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।
এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে ইষ্টার্ণ ইন্স্যুরেন্স বৈশ্বিক মানদণ্ডে নিজেদের কার্যক্রমকে আরও শক্তিশালী করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের বীমা খাতের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে।

 (1).gif)


