চট্টগ্রামে সন্ধানী লাইফের জোনাল সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্ষ সমাপনী ২০২৫ চট্রগ্রাম জোন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চট্রগ্রাম জোনের প্রতিনিধি ও জেনারেল ম্যানেজার গৌতম কুমার চৌধুরীর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার জাবেদ হোসেন, সরন কুমার ভট্টাচার্য্য, সৈকত বড়ুয়া, মো. ইলিয়াছ, মৃদুল কান্তি মল্লিকসহ চট্রগ্রাম জোনের সফল উন্নয়ন কর্মকর্তা ও কর্মীগণ এবং প্রধান কার্যালয়ের মো. ফজলুর রহমান এসভিপি, মো. নাজমুল হুদা এভিপি, মো. নিজাম উদ্দিন এভিপি উপস্থিত ছিলেন।




