জেনিথ ইসলামী লাইফের শরীয়াহ কাউন্সিলের ৮ম সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শরীয়াহ কাউন্সিলের ৮ম সভা সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী।

সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন শরীয়াহ কাউন্সিলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান, সদস্য অধ্যাপক মাওলানা এবিএম মাছুম বিল্লাহ, প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ, এ কিউ এম ছফিউল্লাহ আরিফ, মাওলানা মুফতি মুহাম্মদ বদিউল আলম সরকার, হাফেজ মাওলানা জিয়াউল হাসান এবং সৈয়দ জারীর জাফরী।

কোম্পানির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন কোম্পানি সচিব আবদুর রহমান এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ফারুক আহমেদ।