ফরচুনের ‘বিশ্বের সেরা ২৫ কর্মস্থল’ তালিকায় টানা দ্বিতীয়বার মেটলাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: ফরচুন ম্যাগাজিনের প্রকাশিত ‘বিশ্বের সেরা ২৫ কর্মস্থল’ তালিকায় এবারও স্থান করে নিয়েছে বৈশ্বিক জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ। ২০২৫ সালের তালিকায় প্রতিষ্ঠানটি ১০ম স্থান অর্জন করেছে, যা টানা দ্বিতীয় বছরের মতো এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি ধরে রাখার উদাহরণ।
বিশ্বজুড়ে মাত্র ২৫টি প্রতিষ্ঠানকে দেয়া হয় এ সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতি। কর্মী সন্তুষ্টি, কর্মপরিবেশের মান, দায়িত্বশীল সংস্কৃতি এবং প্রতিষ্ঠানটির সমাজ ও গ্রাহকদের প্রতি ইতিবাচক অবদান-এসব সূচকের সমন্বিত মূল্যায়নে তালিকা প্রণয়ন করে ফরচুন।
স্বীকৃতি প্রসঙ্গে মেটলাইফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশেল খালাফ বলেন, টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের সেরা কর্মস্থলের তালিকায় স্থান পাওয়া আমাদের কর্মীদের নিঃস্বার্থ নিষ্ঠা ও অগ্রগতিমুখী উদ্যোগেরই প্রতিফলন।
তিনি আরও বলেন, আমাদের ‘নিউ ফ্রন্টিয়ার গ্রোথ স্ট্র্যাটেজি’-র মাধ্যমে আমরা এমন একটি সংস্কৃতি তৈরির প্রয়াস চালাচ্ছি, যেখানে প্রত্যেক কর্মী নিজেদের পূর্ণ সম্ভাবনা বিকাশে সুযোগ পাবেন। একই সঙ্গে আমাদের অংশীজনদের জন্য আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
ফরচুনের সেরা কর্মস্থলের তালিকা তৈরি করা হয়েছে বিশ্বব্যাপী ৯০ লাখেরও বেশি জরিপ উত্তরের বিশ্লেষণের ভিত্তিতে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের আড়াই কোটিরও বেশি কর্মীর কর্ম-অভিজ্ঞতা এই মূল্যায়নে বিবেচনায় নেওয়া হয়েছে। কর্মস্থলের উন্নয়ন উদ্যোগ, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় সম্প্রদায়ের ওপর ইতিবাচক প্রভাব তৈরির সক্ষমতার ভিত্তিতেই মনোনয়ন নির্ধারিত হয়।
বিশ্বের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম মেটলাইফ। বাংলাদেশসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে কোম্পানিটি কার্যক্রম পরিচালনা করছে এবং গ্রাহক, কর্মী ও সমাজের প্রতি দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।




