স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেঙ্গল ইসলামি লাইফ ও ব্র্যাক হেলথকেয়ারের চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ করপোরেট চুক্তি সই হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর মতিঝিলস্থ বেঙ্গল ইসলামি লাইফের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বেঙ্গল ইসলামি লাইফ-এর স্বাস্থ্য তাকাফুল গ্রাহকরা ব্র্যাক হেলথকেয়ারের সব শাখায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা ও মূল্য ছাড় সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম। অন্যদিকে ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন হেড অব হেলথকেয়ার এন্টারপ্রাইজ ডা তৌফিকুল হাসান সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, দাবি ও হসপিটাল নেটওয়ার্ক বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান সুমন। ব্র্যাক হেলথকেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ও পার্টনারশিপ বিভাগের সেলস ম্যানেজার মো. রোকনুজ্জামান, সেন্টার ম্যানেজার (সিদ্ধেশ্বরী) মো. মাইদুল হক এবং ডেপুটি ম্যানেজার এ কে এম মইনুদ্দীন শাহসহ অন্যান্য কর্মকর্তা।

চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফের স্বাস্থ্য তাকাফুল গ্রাহকরা ব্র্যাক হেলথকেয়ারের মিরপুর, উত্তরা, সিদ্ধেশ্বরী ও গুলশান/বাড্ডা শাখায় বিশেষ স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি চিকিৎসা ব্যয়ে বিশেষ মূল্য হ্রাস সুবিধাও ভোগ করতে পারবেন।

এ ছাড়া নতুন পলিসি গ্রহণের লক্ষ্যে প্রস্তাবিত তাকাফুল গ্রাহকদের জন্য পূর্ণ মেডিকেল রিপোর্ট (এফএমআর) সেবা প্রদান করবে ব্র্যাক হেলথকেয়ার। একই সঙ্গে কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধার আওতায় ভিডিও কনসালটেশন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং প্রয়োজনীয় মেডিকেল চেক-আপ করতে পারবেন।