বেঙ্গল ইসলামি লাইফের ৮ম শরী'আহ সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরী'আহ সুপারভাইজরি বোর্ড (এসএসবি)-এর ৮ম সভা রবিবার (২১ ডিসেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন এসএসবি’র চেয়ারম্যান এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর পেশ ইমাম মুফতি মুহাম্মদ মহিবুল্লাহিল বাকী নদভী। সভায় ফকিহ্ সদস্য ও এসএসবি’র ভাইস-চেয়ারম্যান মুফতি শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ, সি.এস.এ.এ., এবং ফকিহ্ সদস্য মুফতি আব্দুল্লাহ মাসুম, সি.এস.এ.এ. উপস্থিত ছিলেন।

পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক খলিলুর রহমান মাসুম ও কাজী সামিরুল হক। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে অংশ নেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, চিফ অপারেটিং অফিসার ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আলমগীর কবির এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম।

সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আব্দুল্লাহ মাসুম, সি.এস.এ.এ.। এরপর পূর্ববর্তী শরী'আহ সুপারভাইজরি বোর্ড সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন দেয়া হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও সভায় ২০২৬ সালের শরী'আহ প্রশিক্ষণ ক্যালেন্ডার অনুযায়ী প্রশিক্ষণ আয়োজন, আগামী বছরের প্রথম প্রান্তিকের শরী'আহ সভা বাস্তবায়নসহ কার্যতালিকাভুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।