বর্ষ সমাপনী সভায় ন্যাশনাল লাইফের ৩ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি

সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বৃহত্তর ঢাকা এরিয়ায় ৩ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। শনিবার (২০ ডিসেম্বর) আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আয়োজিত বর্ষ সমাপনী পরিকল্পনা সভায় এ দাবি পরিশোধ করা হয়। কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের নিকট দাবির চেক হস্তান্তর করেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, এসইভিপি মো. এনামুল হক, এসভিপি মনির আহমদ ও তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বৃহত্তর ঢাকা এরিয়ার বিভিন্ন স্তরের প্রায় ৫ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, বীমা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বীমার সঞ্চিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, শিল্পে বিনিয়োগ হয়। এতে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হয়। তিনি আরো বলেন, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল লাইফ এককভাবে দেশের অর্থনীতিতে অনেক বেশী অবদান রাখছে।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ গ্রাহকের দাবি পরিশোধে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। আমরা প্রতিমাসে ১০০ কোটি টাকার বেশী দাবি পরিশোধ করে আসছি। ফলে ২০২৫ সালে আমাদের দাবি পরিশোধের পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকায় দাড়াতে পারে।
প্রধান অতিথি পরে সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।




