চায়না তাইপিং ইন্স্যুরেন্স সিঙ্গাপুরের নতুন ইউনিভার্সাল লাইফ প্ল্যান

আন্তর্জাতিক ডেস্ক: চায়না তাইপিং ইন্স্যুরেন্স (সিঙ্গাপুর) সম্প্রতি উচ্চ-সম্পদশালী ব্যক্তিদের সম্পদ ব্যবস্থাপনা ও উত্তরাধিকার পরিকল্পনাকে আরও আধুনিক ও লাভজনক করতে দুটি নতুন ইউনিভার্সাল লাইফ প্ল্যান উন্মোচন করেছে। প্ল্যান দুটি হলো- ইনফিনিট ইনডেক্সড লিগ্যাসি (ইউএসডি) এবং ইনফিনিট ইনডেক্সড ওয়েলথ (ইউএসডি)।

এই নতুন পরিকল্পনাগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে গ্রাহকরা একই সঙ্গে স্থিতিশীল আয় এবং বাজারভিত্তিক প্রবৃদ্ধির সুযোগ পান। পরিকল্পনাগুলোর মূল কাঠামোতে রয়েছে একটি দ্বৈত প্রবৃদ্ধি কৌশল, যা বিনিয়োগকারীদের তাদের প্রিমিয়ামকে দুটি পৃথক অংশে ভাগ করে বিনিয়োগের সুবিধা দেয়। একদিকে নির্দিষ্ট সুদে স্থিতিশীল আয়ের নিশ্চয়তা, অন্যদিকে আন্তর্জাতিক বাজারের সূচকের ওপর ভিত্তি করে উচ্চ মুনাফার সম্ভাবনা তৈরি হয়।

ফিক্সড অ্যাকাউন্ট অংশটি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করে, যেখানে শুরুতে নির্দিষ্ট হার অনুযায়ী আয়ের নিশ্চয়তা দেয়া হয়েছে। বাজারের পরিবর্তনশীল পরিস্থিতিতেও এই অংশে ন্যূনতম একটি নির্দিষ্ট হার ধরে রাখার প্রতিশ্রুতি বিনিয়োগকারীদের আস্থাকে আরও শক্তিশালী করে।

অন্যদিকে ইনডেক্স অ্যাকাউন্ট অংশটি যুক্তরাষ্ট্রসহ এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার শেয়ারবাজার ও বন্ড বাজারের পারফরম্যান্সের সঙ্গে সংযুক্ত। এই বহুমাত্রিক বিনিয়োগ কাঠামো বিনিয়োগকারীদের পোর্টফোলিও বৈচিত্র্য এনে ঝুঁকি নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ মুনাফার সুযোগ সৃষ্টি করে।

‘ইনফিনিট ইনডেক্সড লিগ্যাসি’ প্ল্যানটি দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের পুরস্কৃত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে নির্দিষ্ট সময় পর থেকে অতিরিক্ত লয়্যালটি সুবিধা যুক্ত হয়। এটি দীর্ঘমেয়াদে সম্পদের ধারাবাহিক বৃদ্ধি ও উত্তরাধিকার হস্তান্তরকে আরও ফলপ্রসূ করে তোলে।

কোম্পানির মতে, এই দুটি পরিকল্পনা শুধু সম্পদ সঞ্চয়ের জন্য নয়, বরং প্রজন্মান্তরে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যও বিশেষভাবে কার্যকর। আন্তর্জাতিক বাজারে স্বীকৃত সূচক, পেশাদারভাবে পরিচালিত বিনিয়োগ কাঠামো এবং নির্ভরযোগ্য আয় নিশ্চয়তার কারণে এগুলো উচ্চ-সম্পদশালী গ্রাহকদের জন্য আদর্শ সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

চায়না তাইপিং ইন্স্যুরেন্স সিঙ্গাপুর মনে করেন, এই নতুন ইউনিভার্সাল লাইফ পরিকল্পনাগুলো ভবিষ্যতনির্ভর আর্থিক পরিকল্পনা ও সম্পদ উত্তরাধিকার ব্যবস্থায় একটি নতুন মানদণ্ড স্থাপন করবে, যা গ্রাহকদের সম্পদের সুরক্ষা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করবে। (সংবাদ সূত্র: ইন্স্যুরেন্স এশিয়া)