বীমা আইনে ৩৯৯টি সংশোধনী প্রস্তাব, খসড়া চূড়ান্ত করতে মতামত চেয়েছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: বীমা আইন ২০১০ এর সংশোধনীর খসড়ার ওপর মতামত আহবান করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী ৮ জুলাই ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং জনসাধারণকে এ বিষয়ে মতামত পাঠাতে বলা হয়েছে।
সোমবার (১৬ জুন) কর্তৃপক্ষের পরিচালক (আইন) মোহা. আবদুল মজিত স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিআইএ, বিআইএফ এবং ইন্স্যুরেন্স একাডেমিসহ সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে পাঠানো হয়েছে।
বীমা আইন ২০১০-এ ৩৯৯টি সংশোধনী প্রস্তাব আনা হয়েছে। এর মধ্যে কিছু ধারা অপরিবর্তিত রাখাসহ সংশোধন, সংযোজন ও বিয়োজনের প্রস্তাব করা হয়েছে।
আইডিআরএ বলছে, বীমা খাতের উন্নয়ন ও বীমা গ্রাহকদের স্বার্থ যথাযথ সংরেক্ষণ এবং বীমা আইন, ২০১০ কে আরও যুগোপযোগী ও অধিকতর কার্যকরী করার লক্ষ্যে সংশোধনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে আইনের বিভিন্ন ধারায় সংশোধন বা সংযোজন ও বিয়োজনের প্রস্তাবনাসহ বীমা আইন, ২০১০ এর সংশোধনী খসড়া ম্যাট্রিক্স আকারে তুলনামূলক বিবরণী প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত খসড়া সংশোধনীর বিষয়ে সংশ্লিষ্টদের মতামত পাঠাতে বলা হয়েছে।
এক্ষেত্রে মতামত পাঠাতে হবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্ধারিত ([email protected], [email protected]) ই-মেইলে সফট কপি (মাইক্রোসফট ওয়ার্ডে নিকষ ফন্টে) এবং হার্ডকপি (পিডিএফ) আকারে।
উল্লেখিত দু’টি ই-মেইল ব্যতিত সরাসরি হার্ডকপি গ্রহণযোগ্য হবে না এবং আগামী ৮ জুলাই ২০২৫ তারিখের মধ্যে মতামত না পাওয়া গেলে এ বিষয়ে কারো আপত্তি বা মতামত নাই মর্মে কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বীমা আইন ২০১০ এর সংশোধনীর খসড়া দেখতে এখানে ক্লিক করুন।

 (1).gif)



 
                 
                     
                             
                             
                             
                             
                            