আইডিআরএ’র গবেষণা গাইডলাইনে সংশোধন

নিজস্ব প্রতিবেদক: গবেষণা গাইডলাইন- ২০২৫ সংশোধন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । রোববার (৭ ডিসেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে সংশোধিত গবেষণা গাইডলাইনটি প্রকাশ করা হয়েছে।

বীমা খাতের গবেষণা পরিচালনা, নীতি প্রণয়ন এবং নিয়ন্ত্রণের মান উন্নয়নের লক্ষ্যে এই গবেষণা গাইডলাইন তৈরি করা হয়েছে। যাতে নতুন প্রযুক্তি ও বৈশ্বিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে বীমা খাত আরও স্বচ্ছ, স্থিতিশীল ও গ্রাহকবান্ধব হয়।

বিশেষ করে বীমা আইন ২০১০-এর সংশোধনী এবং বীমা খাতের টেকসই উন্নয়নকে লক্ষ্য রেখে এই নির্দেশনাগুলো আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ১৭৯তম সভায় গাইডলাইনটি অনুমোদিত হয় এবং ১২ ফেব্রুয়ারি ২০২৫-এ জারি করা হয়।

গবেষণা গাইডলাইনটির বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন