প্রগতি ইন্স্যুরেন্সের ৩৩৯তম বোর্ড সভা অনুষ্ঠিত
.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৩৯তম বোর্ড সভা গত বুধবার (৩ ডিসেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়, ২০-২১ কারওয়ান বাজার, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন। সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, এম এ আউয়াল, মো. সাইদুর রহমান, নাসির লতিফ, এম এ মালেক, মো. মুশফিকুর রহমান, নাহরীন ইয়াহিয়া, তাজোয়ার এম আউয়াল এবং উপদেষ্টা মো. রেজাউল করিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ্ আল-মনজুর এসিআইআই (ইউকে), সিএফও অমর কৃষ্ণ শীল এফসিএ, প্রশাসন ও এইচ আর বিভাগের ডিএমডি মেজর (অবসরপ্রাপ্ত) সাদাত মো. মুসা, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী এফসিএস।




