বিআইএ-তে সিনিয়র কনসালটেন্ট হিসেবে যোগ দিলেন এস, এম, ইব্রাহিম হোসাইন

সংবাদ বিজ্ঞপ্তি: চার্টার্ড ইন্স্যুরার এস, এম, ইব্রাহিম হোসাইন, এসিআইআই (ইউকে) সম্প্রতি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)-তে সিনিয়র কনসালটেন্ট হিসেবে যোগদান করেছেন।

বীমা খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ইব্রাহিম হোসাইন এর আগে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিতে টানা ২৯ বছর কর্মরত ছিলেন। তিনি একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার এই দীর্ঘ কর্মজীবনে বীমা শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রয়েছে।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি (অনার্স) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত দিক থেকে তিনি একজন চার্টার্ড ইন্স্যুরার (এসিআইআই, যুক্তরাজ্য)। পাশাপাশি তিনি মালয়েশিয়ান ইন্স্যুরেন্স ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

প্রশাসনিক ও নীতিনির্ধারণী পর্যায়ে তার ভূমিকারও নজির রয়েছে। তিনি সাধারণ বীমা করপোরেশন এবং জীবন বীমা কর্পোরেশন- উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শিক্ষাক্রম উন্নয়ন ও পেশাগত মানোন্নয়নে অংশগ্রহণের ধারাবাহিকতায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের কারিকুলাম কমিটির সদস্য হিসেবে যুক্ত আছেন।

নীতিগত ও নিয়ন্ত্রক পর্যায়ে তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর বিরোধ নিষ্পত্তি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একাডেমি’র একাডেমিক কমিটির সদস্য ছিলেন।

গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে। স্বীকৃত জার্নালে তার ১২টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি বীমা বিষয়ক চারটি বই রচনা করেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে তিনি দেশে ও বিদেশে ৩০টির বেশি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।