দর পতনের শীর্ষে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শতকরা হিসাবে বীমা খাতের শীর্ষে অবস্থান করছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স। আজ মঙ্গলবার ডিএসই’তে দাম হ্রাসের শীর্ষ দশটি কোম্পানির মধ্যে ৩য় এবং বীমাখাতের ১ম স্থানে রয়েছে কোম্পানিটি।

দিনের লেনদেন শেষে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার শতকরা টাকা ২৫ পয়সা করে কমেছে। কোম্পানিটির শেয়ার প্রতি লেনদেন শুরুর দর ছিল ২৪ টাকা এবং দিনশেষে শেয়ার প্রতি দর দাঁড়ায় ২২ টাকা ৫০ পয়সা। কোম্পানিটির আজ ১১ হাজার ৬৩১টি শেয়ার বার হাত বদল হয়ে লেনদেন হয়। টাকার পরিমাণে লেনদেনকৃত শেয়ারগুলোর বাজার মূল্য ১০১ কোটি ৬৪ লাখ টাকা।