৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের ৪টি কোম্পানি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স সিটি জেনারেল ইন্স্যুরেন্স। ওই সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা প্রকাশের সিদ্ধান্ত হবে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। ২০১৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৫৫ পয়সা, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ৩১ টাকা ৬০ পয়সা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৩ মে বেলা ১১টায় রাজধানী ঢাকার স্পেকট্রা কনভেনশন সেন্টারে, হাউজ নং-১৯, সড়ক নং-, গুলশান- এই এজিএম অনুষ্ঠিত হবে। সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী মে।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড:  কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ শতাংশ বোনাস সহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) টাকা ৯৮ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৪ টাকা৩৬ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ মে বেলা ৩টায় স্পেকট্রা কনভেনশন সেন্টারে, হাউজ নং-১৯, সড়ক নং-, গুলশানে-১এ ঘোষিত এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী মে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল টাকা ৫০ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ১৪ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন রাজধানী ঢাকার দিলকুশায় বিসিআইসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। আর এর সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী মে।

রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ শতাংশ বোনাস সহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ট ঘোষণা করেছে। গত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল টাকা ৮৮ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ছিল ২৫ টাকা ৩১ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী জুলাই রাজধানী ঢকার ইম্পেরিয়াল কনভেনশন সেন্টার (৫ তলা), ৬৮/ বি, মালিবাগ চৌধুরী পাড়ায় অনুষ্ঠিত হবে। আর সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।