নিটল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০১৬ অর্থ বছরের জন্য ১৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।
কোম্পনিটি ২০১৬ অর্থ বছরের জন্য বিনিয়োগকারীদের বোনাস শেয়ার লভ্যাংশ দিবে ১৩ শতাংশ, ২০১৫ সালে যার পরিমাণ ছিল ১২ শতাংশ এবং ২০১৪ সালে ছিল ১৫ শতাংশ। ২০১৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৬৩ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) ছিল ২৩ টাকা ৯৮ পয়সা। ২০১৪ সালে শেয়ার প্রতি লাভের পরিমাণ ছিল ৩ টাকা ৪৭ পয়সা এবং নিট সম্পদ ছিল ২৪ টাকা ৫৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৪ জুন বেলা ১১টায়-৫৪৫ পুরাতন বিমানবন্দর রোড, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্টের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২ মে নির্ধারণ করা হয়েছে।