দর পতনের শীর্ষ দশে অগ্রণী ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের শেষ দর এবং আজকের শেষ দর অনুযায়ী দাম কমার শতকরা হিসাবে শীর্ষ ১০টি কোম্পানির তালিকায় উঠে এসেছে বীমাখাতের ২টি কোম্পানি। দর কমায় ডিএসইর সার্বিক বাজারে ৭ম স্থানে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্সে এবং ৯ম স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।
অগ্রণী ইন্স্যুরেন্স: আজকের লেনদেনে শেয়ার প্রতি শতকরা ৭ টাকা ৬১ পয়সা করে কমেছে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটির শেয়ার প্রতি ওয়াই সি পি ছিল ২১ টাকা এবং দিনশেষে শেয়ার প্রতি সমাপনী দর দাড়ায় ১৯.৪ টাকা। কোম্পানিটির আজ ২ হাজার ২৭টি শেয়ার ৯ বার হাত বদল হয়ে লেনদেন হয়। যার বাজার মূল্য ৫৫ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা।
এশিয়া ইন্স্যুরেন্স: কোম্পানিটির আজকের লেনদেনে শেয়ার প্রতি শতকরা ৭ টাকা ৩৮ পয়সা করে কমেছে। শেয়ার প্রতি লেনদেন শুরুর দর ছিল ২০ টাকা ৩০ পয়সা এবং দিনশেষে শেয়ার প্রতি দাম দাড়ায় ১৮ টাকা ৮০ পয়সা। কোম্পানিটির আজ ২ হাজার ৪৪৪টি শেয়ার ২৫ বার হাত বদল হয়ে লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ৫৫ লাখ ১৮ হাজার টাকা।