পিপলস ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্সের লভাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্তবীমাখাতের ২টি কোম্পানির পরিচালনা পর্ষদসভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলোহলো- প্রগতি ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্স। ওই সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশের সিদ্ধান্ত হবে। ডিএসই সূত্রে এ তথ্যজানা গেছে।
পিপলস ইন্স্যুরেন্স: সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০১৬ অর্থ বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।
কোম্পনিটি ২০১৬ সমাপ্ত বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিবে বিনিয়োগকারীদের, ২০১৫ সালে যার পরিমাণ ছিল ১০ শতাংশ। ২০১৬ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৪৬ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) ২৪ টাকা ৩১ পয়সা। ২০১৫ সালে শেয়ার প্রতি লাভের পরিমাণ ছিল ১ টাকা ৮২ পয়সা এবং নিট সম্পদ ছিল ২২ টাকা ৮৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ মে বেলা ১১ টায় ঢাকার গুলশান -২এ গার্ডেনা গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ মে নির্ধারণ করা হয়েছে।
প্রগতি ইন্স্যুরেন্স: সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০১৬ অর্থ বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।
কোম্পনিটি ২০১৬ সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে বিনিয়োগকারীদের, ২০১৫ সালে যার পরিমাণ ছিল ১০ শতাংশ। ২০১৬ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৩৮ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) ৫৫ টাকা ০৯ পয়সা। ২০১৫ সালে শেয়ার প্রতি লাভের পরিমাণ ছিল ১ টাকা ৭৪ পয়সা এবং নিট সম্পদ ছিল ৫১ টাকা ৮৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ জুন সকাল ১০.৩০ টায় ঢাকার নিউ ইস্কাটনের বিআইএএম ফাউন্ডেশন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৮ মে নির্ধারণ করা হয়েছে।